Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভের টিভি সেন্টারে রুশ হামলা, ৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২২ ২৩:০৯ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৩:০৮

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে রাজধানী কিয়েভের প্রধান টেলিভিশন সেন্টারে হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো।

মঙ্গলবার (১ মার্চ) রুশ বাহিনীর হামলায় টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেন।

এদিকে, কিয়েভের বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে বলে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে কিয়েভের কিছু নির্দিষ্ট স্থাপনার নাম উল্লেখ করে তাতে হামলা চলবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে, অধিবাসীদের কিয়েভ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা ওই বিবৃতিতে বলা হয়েছিল।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ রুশ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর