Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৫:৩৫

প্রতীকী ছবি

বগুড়া: জেলার সাবগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তিনি মোবাইলে ফোনে কথা বলছিল বলে জানা গেছে। বুধবার (২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত রেজাউল করিম বগুড়া সদরের পল্লীমঙ্গল গোপালবাড়ি এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীররা জানান, বুধবার সকাল ৯টার দিকে বোনারপাড়া-সান্তাহারগামী ট্রেনটি বগুড়ার সদরের সাবগ্রাম এলাকা অতিক্রম করার সময় সাবগ্রাম উত্তরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। রেজাউল মোবাইলে কথা বলার সময় রেল লাইন পার হচ্ছিলেন। অন্যমনস্কতার কারণে ট্রেনে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানিয়েছেন, সান্তাহারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

সারাবাংলা/এনএস

ট্রেনে কাটা পড়ে মৃত্যু বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর