Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৭:১৯

যশোর: যশোরে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম (৮০) মারা গেছেন। তিনি যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান ছিলেন। অবসর নেওয়ার পর অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।

বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলামের ছেলে শেখ আমিরুল ইসলাম অপু বলেন, বাবা যশোর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ছিলেন। অবসরে যাওয়ার পর আগুন নেভানোর গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গ্যাস সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। তখনই হঠাৎ একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

আমিরুল ইসলাম অপু বলেন, গুরুতর আহত অবস্থায় বাবাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়। আমরা ধারণা করছি, বিস্ফোরণে আহত হওয়ার পর অতিরিক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/টিআর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর