Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৮:০৭ | আপডেট: ২ মার্চ ২০২২ ২০:০৭

ঢাকা: হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ মার্চ) হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়ে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ।

বিজ্ঞাপন

পলাতক অন্য আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা। মামলায় চার্জশিটভুক্ত মোট আট আসামির মধ্যে চার জন জামিনে আছেন। জামিনে থাকা চার জন হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দু’টি দায়ের করা হয়েছিল। পুলিশ দু’টি চার্জশিট দাখিল করেছে। চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সারাবাংলা/এআই/পিটিএম

গ্রেফতারি টপ নিউজ পরোয়ানা রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর