Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত এডিপিতে বাদ গেল ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৬:২৩

ঢাকা: চলতি ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে সরকার। মূল এডিপির তুলনায় সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা, যা শতাংশের হারে ৮ দশমিক ৮৯ শতাংশ। এর ফলে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকা থেকে সংশোধিত এডিপি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকায়।

সংশোধিত এই আরএডিপিতে খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। আর প্রকল্পভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।

বিজ্ঞাপন

বুধবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ব্রিফিংয়ে জানানো হয়, সংশোধিত এডিপিতে সরকারি তহবিল থেকে বরাদ্দ ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকায় কোনো পরিবর্তন করা হয়নি। তবে বৈদেশিক সহায়তা অংশে ১৭ হাজার ৭৭৪ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বিদশি সহায়তা থেকে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৭০ হাজার ২৫০ কোটি টাকা। মূল এডিপিতে বৈদেশিক অংশে বরাদ্দ ছিল ৮৮ হাজার ২৪ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ ৫৫ হাজার ৮২৭ কোটি ৩৬ টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ২১৪ কোটি টাকা বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং তৃতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৫৯৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাত।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া শীর্ষ ১০ খাতের বাকি সাতটি খাত হলো— শিক্ষা (২০ হাজার ৮২৪ কোটি টাকা), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (১৫ হাজার ৫০২ কোটি টাকা), স্বাস্থ্য খাত (১৩ হাজার ৭৯৭ কোটি টাকা), পরিবেশ-জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাত (৯ হাজার ৮৪ কোটি টাকা), কৃষি খাত (৭ হাজার ২৯৭ কোটি টাকা), শিল্প ও অর্থনৈতিক সেবা খাত (৪ হাজার ৫৩৭ কোটি টাকা) এবং জনশৃঙ্খলা ও সুরক্ষা খাত (৩ হাজার ৪৭৮ কোটি টাকা)।

এছাড়া সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প— ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ১১৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি।

বেশি বরাদ্দ পাওয়া শীর্ষ বাকি প্রকল্পগুলো হলো— পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্প (৬ হাজার ১৩৭ কোটি টাকা), মেট্রোরেল প্রকল্প (৪ হাজার ২৩৩ কোটি টাকা), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (৩ হাজার ৪৭২ কোটি টাকা), পদ্মাসেতু প্রকল্প (২ হাজার ৪৯৯ কোটি টাকা), সাসেক রোড সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নতকরণ প্রকল্প (২ হাজার ৩৪৪ কোটি টাকা), বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প (২ হাজার ১৭৭ কোটি টাকা) এবং সাপোর্ট টু ঢাকা-সিলেট-তামাবিল সড়ক প্রকল্প (২ হাজার ১৫০ কোটি টাকা)।

সংশোধিত এডিপিতে যত প্রকল্প

অনুমোদন পাওয়া সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা থাকছে ১ হাজার ৭৫৪টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৫০৭টি, কারিগরি প্রকল্প ১৪০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্প রয়েছে ১০৭টি। সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ১৯৯টি। এছাড়া চলমান অর্থবছরের মূল এডিপিতে অন্তর্ভুক্ত নেই— এমন বাদ পড়া ২১টি প্রকল্প বরাদ্দসহ আরএডিপিতে রাখা হয়েছে।

এদিকে, সংশোধিত এডিপিতে বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প রয়েছে ৪৫৪টি। বৈদেশিক সহায়তা পাওয়ার সুবিধার্থে বরাদ্দহীন অননুমোদিত প্রকল্প আছে ১৩২টি। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য বরাদ্দহীন নতুন প্রকল্প রয়েছে ১২টি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রকল্প আছে ৭৮টি। এছাড়া চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার জন্য নির্ধারিত প্রকল্প রয়েছে ৩৭৮টি।

এনইসি বৈঠক শেষে ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশীদ, মোসাম্মৎ নাসিমা বেগমসহ অন্যরা।

সারাবাংলা/জেজে/টিআর

আরএডিপি এনইসি বৈঠক সংশোধিত এডিপি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর