Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোটা বাতিলের সিদ্ধান্তে বিএনপির মাথা ব্যথা কেন?’


১৩ এপ্রিল ২০১৮ ১৬:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করায় আবারও প্রামাণিত হয়েছে বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল।

শুক্রবার (১৩ এপ্রিল) বেলা ১১টার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘কোটা সংস্কার সাধারণ ছাত্রদের দাবি ছিলো, এটা কোনো রাজনৈতিক দলের দাবি না। ছাত্রদের দাবির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রসমাজ খুশি হয়েছেন, আনন্দ মিছিল করেছেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।’

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে বিএনপির হঠাৎ মাথাব্যথা হলো কেনো ? এমন প্রশ্ন তুলে হানিফ বলেন, ‘বিএনপি বলছে কোটা বাতিলের সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এর পেছনে নাকি সরকারের কূট চাল রয়েছে। এমন বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে, বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তারা সবসময় রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কারের আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। লন্ডনে বসে বিএনপিপন্থী শিক্ষক এবং ছাত্রদেরকে উস্কে দিয়ে সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু তা করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতা-কর্মীরা হতাশ হয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা করছেন।

এ সময় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) প্রসঙ্গেও কথা বলেন হানিফ। তিনি বলেন, ‘আরপিও সংশোধনীর ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইতোমধ্যে কমিশন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। দলগুলো তাদের মতামত কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশন সকলের মতামতের উপর ভিত্তি করেই আরপিও সংস্কার করার প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

সারাবাংলা/আইএ/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর