জেমকন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৫ গ্রন্থ
৩ মার্চ ২০২২ ০০:০৪
ঢাকা: জেমকন সাহিত্য পুরস্কার-২০২১ এর জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে।
পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা বুধবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করেন।
তিনি জানান, বিচারকমণ্ডলী ১৩টি গ্রন্থের মধ্য থেকে পাঁচটি গ্রন্থ সংক্ষিপ্ত তালিকায় এনেছেন। এখান থেকে একটি গ্রন্থকে পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
তালিকায় থাকা পাঁচটি গ্রন্থ হলো সংবেদ থেকে প্রকাশিত অদিতি ফাল্গুনীর উপন্যাস ক্রমাগত হত্যার সেরেনাদে, প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আফসানা বেগমের গ্রন্থ কোলাহল থামার পরে, সমগ্র প্রকাশন থেকে প্রকাশিত ফয়জুল ইসলামের গল্পগ্রন্থ বখতিয়ার খানের সাইকেল, সমাবেশ থেকে প্রকাশিক মাহবুব আজীজের গল্পগ্রন্থ লুব্ধক। এ ছাড়া কবিতাভবন থেকে ময়ুখ চৌধুরীর কাব্যগ্রন্থ চরণেরা হেঁটে যাচ্ছে রয়েছে তালিকায়।
পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা বলেন, ‘মহামারি করোনার কারণে গতবছর সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়নি। এ বছর ২ এপ্রিল গতবারের পুরস্কার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে।
সারাবাংলা/একে