‘বিএনপির মিথ্যাচার-অপপ্রচার মেনে নেওয়া হবে না’
২ মার্চ ২০২২ ১৭:৪৫
ঢাকা: বিএনপি কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচার চালালে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মিথ্যাচার, অপপ্রচার বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদের অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।
বুধবার (২ মার্চ) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত আছে। মাথাপিছু আয় বাড়ছে। আমরা এখন আলোর পথে এগিয়ে যাচ্ছি। মাত্র ছয়শ ডলার ছিল আমাদের মাথাপিছু আয়। এখন আমাদের মাথাপিছু আয় ২৫শ ডলার ছাড়িয়ে গেছে। এ দেশ এক সময় ছিল চরম দরিদ্র দেশ। ‘তলাবিহীন ঝুড়ি’ বলে আখ্যায়িত ছিল। ব্যর্থরাষ্ট্র হিসেবে চিহ্নিত ছিল। সেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃত পেয়েছে।
হানিফ আরও বলেন, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে দেশকে পুনর্গঠিত করেছিলেন। একটি আদর্শ রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই জাতির পিতা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর তারা কেবল স্বাধীনতার মূল্যবোধই ধ্বংস করেনি, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, সেই অগ্রযাত্রাকেও ধ্বংস করেছে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যেকোনো বিষয়ে বিএনপি অপরাজনীতির ইস্যু খোঁজে। এজন্য আওয়ামী লীগের সব নেতাকর্মীকে আরও সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কোনোন অপকর্ম করার চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের দলের নেতারা প্রতিদিন টেলিভিশনে টকশোতে মিথ্যা কথা বলে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। তারপরও তাদের শান্তি হচ্ছে না। কথায় কথায় বলে, আমরা তাদের কথা বলার সুযোগ দিচ্ছি না। দেশে কোনো গণতন্ত্র নেই। আর কোন গণতন্ত্র চায় তারা? আর কত কথা বলতে দিলে তাদের মনে হবে যে গণতন্ত্র রয়েছে?
হানিফ বলেন, বিএনপি যদি মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে পেট্রল-বোমা মারলেই গণতন্ত্র আছে, তাহলে সেটি বিএনপি আর দেখবে না। এমন গণতন্ত্র তাদেরকে আর দেওয়া হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।
সারাবাংলা/এনআর/টিআর