Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর তিন মাসেও সন্ধান মেলেনি প্রতিবন্ধী নারীর পরিবারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১০:২৬

কক্সবাজার: ২০২০ সালের ১ ডিসেম্বর রাত ১১টার দিকে ছবির এই নারীটিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্টে পাওয়া যায়। বাক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় এই নারী কোনো ঠিকানা বলতে পারছিল না। পরে কক্সবাজারের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবন এর উদ্যোগে নারীটির আশ্রয়ের জন্য ‘কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে’ রাখা হয়।

সেখানে এক সপ্তাহ থাকার পর এনজিও দ্বারা পরিচালিত লাইট হাউজ নামে একটি শেল্টার হাউজে তার স্থায়ীভাবে আশ্রয় হয়। ওখানেই তিনি প্রায় এক বছর তিন মাস নিরাপদে অবস্থান করেন।

এগিতে গত ২৮ ফেব্রুয়ারি লাইট হাউজের প্রজেক্ট শেষ হওয়ায় নারীটির আশ্রয়কেন্দ্র অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে একাধিকবার চেষ্টা করেও এই নারীর পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কেউ এই নারীর পরিবারের সন্ধান পেলে ০১৮৩০৬৮০১২৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া এই নারীর জন্য সরকারী-বেসরকারী কোনো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা থাকলেও জানানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে নারীটি এক সপ্তাহের জন্য লাইট হাউজের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও এই নারীর পরিবারের সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল।

সারাবাংলা/এসএসএ

সন্ধান মেলেনি