Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নিপুণের আপিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৩:০১ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৬:৪৭

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এর আগে শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। জায়েদ খানের দায়ের করা রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণ আক্তারের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল (২ মার্চ) শুনানি শেষে আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

টপ নিউজ নিপুণের আপিল

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর