Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন যুদ্ধ: মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২২ ১৩:৫৮

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলোতে মানবিক করিডোর তৈরি করার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।

বৃহস্পতিবার (৩ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।

এদিকে, দখল করে নেওয়া অঞ্চলগুলোতে রুশ সেনারা নির্বিচারে লুণ্ঠন, ডাকাতি এবং হত্যার মচ্ছব শুরু করেছে বলে অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্টের ওই উপদেষ্টা।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই কার্যত ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। ক্রমেই সে লড়াই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ব্যবস্থা করছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনাও বেলারুশে চলমান রয়েছে।
কিন্তু, এখন পর্যন্ত অস্ত্রবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/একেএম

ইউক্রেন ইউক্রেন যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর