‘৩৬ ঘণ্টা ধরে অনড় কিয়েভগমী শত শত রুশ সাঁজোয়া যান’
৩ মার্চ ২০২২ ১৪:০৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রাশিয়ার সেনাবাহিনীর শত শত সাঁজোয়া যান অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি। তবে পথের মধ্যে এসব যানগুলোকে গত ৩৬ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলেও জানান তিনি। খবর বিবিসি।
পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার (২ মার্চ) কিরবি বলেন, ‘আমাদের ধারণা গত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে রাশিয়ার সাঁজোয়া যানগুলোর কোনো আগ্রগতি ঘটাতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য হয়তো রুশ বাহিনী পুনরায় নিজেদের সংগঠিত করছে অথবা কিভাবে তারা নির্ধারিত সময়ের পরও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে সে বিষয়ে পুনরায় মূল্যায়ন করছে।’
কিরবি আরও বলেন, ‘এছাড়াও সামরিক রসদ ও সহযোগিতা অথবা ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধের কারণেও এমনটা হতে পারে।’
এদিকে অসমর্থিত এক সূত্র জানিয়েছে, রাশিয়ান সৈন্যদের জ্বালানি ও খাবার ফুরিয়ে যাচ্ছে। ওই অঞ্চলের কর্মকর্তারা দাবি করেছেন, রুশ সেনাবাহিনীর সরবরাহ করা খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই সৈন্য তাদের খাদ্যের জন্য সুপারশপগুলো লুট করেছে।
সারাবাংলা/এনএস