Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ বন্ধ করছে রাশিয়া


১৩ এপ্রিল ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ১৭:২০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

রাশিয়াতে ব্যবহৃত মেসেজিং অ্যাপ টেলিগ্রাফ বন্ধ করে দিচ্ছে সে দেশের সরকার, স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউজ এজেন্সি তাস এ খবর প্রকাশ করে।

অ্যাপ কোম্পানিটি রাশিয়ান রেগুলেটরি কমিটিকে তাদের ইনক্রিপ্টেড কী’র ব্যাপারে তথ্য জানাতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ৪ এপ্রিল তাদের তথ্য জানানোর জন্য শেষ দিন থাকলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে তা জানায়নি।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যে পদ্ধতিতে অ্যাপটি তৈরি করা হয়েছে তাতে কোম্পানির কাছে গ্রাহকের কোনো তথ্যের ইনক্রিপ্টেড কোড থাকে না।

তবে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, তারা কোম্পানিটির কাছে অ্যাপের ইনক্রিপ্টেড কি’র তথ্য চেয়েছিলো কারণ মেজেঞ্জারের তথ্য থেকে তারা যেন ভবিষ্যতের সন্ত্রাসী হামলার ব্যাপারে তথ্য পেতে পারে।

মিডিয়া রেগুলেটর রসকমনাডজর বলেন, টেলিগ্রাম তাদের ‘গ্রাহকদের ব্যাপারে তথ্য’ বিষয়ক আইনি প্রক্রিয়াটির সঙ্গে সঙ্গতি প্রকাশে ব্যর্থ হয়েছে।

তবে এ ব্যাপারে টেলিগ্রামের আইনজীবী পাভেল চিকভ বলেন, অ্যাপটি বন্ধের ব্যাপারে অফিসিয়াল পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর