Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে শারীরিক উপস্থিতিতে চলবে সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৫:২৭ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী রোববার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। তবে এ ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, আগামী ৬ মার্চ রোববার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

গত ১৮ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকাজ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করার তথ্য জানানো হয়।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আপিল বিভাগ টপ নিউজ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর