Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৭:৫৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লে‌ছেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতি শিক্ষিত হলে দেশ আরও উন্নত হবে।’

বৃহস্প‌তিবার (৩ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় কাঞ্চন সলিম উদ্দিন চৌধুরী কলেজে নবীণবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনই বই তুলে দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার বিভিন্ন উপকরণের অনেক ভর্তুকি দিয়েছে। শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকার যুগান্তকারী উন্নয়ন সাধন করেছে।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘সরকার দেশে শতভাগ শিক্ষিত করা ও দেশের মেধাবীদের জনসম্পদে রূপান্তরিত করার জন্য কাজ করছে। একটি দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। জাতি শিক্ষিত হলেই দেশ এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি তাওসিফ মু‌নির চৌধুরীর সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন- কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেনসহ অনেকে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর