২১ আগস্ট হামলা : অর্থদণ্ডের টাকা জমা দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা
৩ মার্চ ২০২২ ১৯:০৭
ঢাকা: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের দুই সাবেক কর্মকর্তা অর্থদণ্ডের টাকা জমা দিতে বিচারিক আদালতে আবেদন করেছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আইনজীবীরা অর্থদণ্ডেরর টাকা জমা দিতে এ আবেদন করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাবেক ডিআইজি খান সাইদ হাসানে এবং সাবেক পুলিশ সুপার ওবায়দুর রহমান খান।
আবেদনে বলা হয়— আসামিরা অর্থদণ্ডের টাকা প্রদানের জন্য উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে উচ্চ আদালত আসামিদের জরিমানার টাকা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতকে নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় জরিমানার টাকা গ্রহণের প্রার্থণা করেন তারা। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আবেদন মঞ্জুর হওয়ার পর অর্থণ্ডের টাকা জমা দিতে ব্যাংকে যান তারা। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ব্যাংকে যেতে না পারার কারণে তারা টাকা জমা দিতে পারেননি।
২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় ঘোষণা করা হয়। সে সময় এই দুই আসামি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় রায়ে তিন ধারার প্রত্যেকটিতে দুই বছর করে কারাদণ্ড আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক ধারায় ৬ মাস করে কারাদণ্ডের আদেশ ট্রাইব্যুনাল।
২০১৯ সালের ২৮ জানুয়ারি তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তারা কারাগারেই রয়েছেন। ইতিমধ্যে তাদের সাজার মেয়াদও শেষ হয়েছে।
সারাবাংলা/এআই/একে