Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রম দেখে খুশি ১০ দেশের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ২১:৫৭

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পর্যবেক্ষণে আসা ১০ দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছান বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এরপর বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের উদ্দেশে ভাসানচর ত্যাগ করেন তারা।

তারা হলেন- কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের এখাসাডর অ্যান্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রমাদৃত এচিহ্ন খৃস্টার, ইউএসএ’এর চার্জ ডিলেগেট এফেয়ার্স হেলেন লাফেন্ড, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ভেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিভার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বর্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্টার্স পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

একইসময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

জানা যায়, ভাসানচরে পৌঁছানোর পর রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত। এসময় তারা রোহিঙ্গাদের কর্মমুখীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া উপহারস্বরূপ জীবন নির্বাহ নামগ্রী পেয়ে স্বাবলম্বী হওয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেন।

দশটি দেশের রাষ্ট্রদূত এসময় রোহিঙ্গাদের জন্য তৈরি গার্মেন্টস, লেদার কারখানা, বিভিন্ন হস্তশিল্প, শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে ১০ দেশের রাষ্ট্রদূত

 

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে আসা ১০ দেশের রাষ্ট্রদূত ভাসানচর ঘুরে দেখেন। তারা কর্মমুখী প্রকল্প ও শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন। রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একাদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

সারাবাংলা/এমও

১০ দেশের রাষ্ট্রদূত কর্মমুখী কার্যক্রম টপ নিউজ ভাসানচর রাষ্ট্রদূত রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর