বঙ্গোপসাগর থেকে ১৫ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ২১:৫২
৩ মার্চ ২০২২ ২১:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি চরঘেরা জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। একেকটি জাল ছয় হাজার মিটার লম্বা।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বঙ্গোপসাগর তীরবর্তী সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা সারাবাংলাকে বলেন, ‘সাগরে চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল বসিয়ে মাছ ধরা হচ্ছিল। এসব জালে বেশির ভাগ রেনু ও পোনা মাছ আটকে যায়, যেগুলো আর বাঁচে না। এর ফলে মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশকিছু চরঘেরা জাল জব্দ করি। এছাড়া জাল আটকানোর জন্য সাগরে পোঁতা ৫০০টি বাঁশ ও জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম