Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: কাপ্তাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ লিটন (৩০) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) অধীনে এক ঠিকাদারের স্টাফ লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে সেখান হতে তাকে নামিয়ে চিকিৎসার জন্য তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

বিজ্ঞাপন

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হাসপাতালে পুলিশ গেছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

কাপ্তাই বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যানের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর