Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনা শূন্যের কোঠায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৩:৩১ | আপডেট: ৪ মার্চ ২০২২ ১৬:২২

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের হার শূন্যের কোঠায় নেমেছে। গত ২৪ ঘণ্টায় একমাসের মধ্যে সর্বনিম্ম শূন্য দশমিক ৫৬ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে চট্টগ্রামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (০৪ মার্চ) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করে মাত্র নয় জনের কোভিড শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন নগরীর এবং একজন হাটহাজারী ও অপরজন ফটিকছড়ির বাসিন্দা।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শূন্য দশমিক ৮৯ শতাংশ আক্রান্তের হারের তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বিজ্ঞাপন

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২২ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫১৯। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর