সাভার (ঢাকা): আওয়ামী লীগ সরকার মসজিদ মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (৪ মার্চ) সকালে সাভারের গেন্ডা টিয়াবাড়ি এলাকায় বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি প্রতিনিয়ত দেশ বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
উদ্বোধনকালে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হাসান, পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ অনেকে উপস্থিত ছিলেন।