নতুন সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার
৪ মার্চ ২০২২ ১৬:১৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নতুন ৬০৪ জনের শরীরে। একই সময়ে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ছয় জন। আর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার পাওয়া গেছে ৩ দশমিক ২০ শতাংশ।
আগের দিনের তথ্যের সঙ্গে তুলনায় দেখা যায়, আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ কমেছে। কিন্তু করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার একই সময়ে বেড়েছে।
শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬১টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৯০টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩ হাজার ৩৩৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৮৬ হাজার ১২টি।
সংক্রমণ ও শনাক্তের হার কমেছে
আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৬৫৭ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৬০৪ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তর হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা আবার ৩ শতাংশের ঘর পেরিয়ে হয়েছে ৩ দশমিক ২০ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ।
কমেছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৪ হাজার ৪০৩ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান পাঁচ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৬৪ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ছয় জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে তিন জন পুরুষ, বাকি তিন জন নারী। তাদের মধ্যে পাঁচ জন সরকারি ও এক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যু ৩ বিভাগে
আগের দিন কেবল ঢাকা বিভাগেই করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ঘটেছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন বিভাগে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিন জন, চট্টগ্রাম বিভাগে মারা গেছেন দুই জন এবং সিলেট বিভাগে মারা গেছেন এক জন। এই সময়ে দেশের বাকি পাঁচ বিভাগের কোনোটিতেই করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়নি।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে দুই জন করে মারা গেছেন ৩১ থেকে ৪০ বছর এবং ৬১ থেকে ৭০ বছর বয়সী। বাকি দু’জনের মধ্যে এক জনের বয়স ২১ থেকে ৩০ বছর, আরেকজনের বয়স ৫১ থেকে ৬০ বছর।
সারাবাংলা/টিআর