কবরস্থানের পাশ থেকে ৩১ লাখ টাকার সোনা উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৭:১৮
৪ মার্চ ২০২২ ১৭:১৮
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের কবরস্থানের পাশ থেকে অবৈধ স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ৪৬৮ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন খবর পেয়ে তিনিসহ একদল বিজিবি সদস্য বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার অভ্যন্তরে ঝাঁঝাডাঙ্গা গ্রামে তল্লাশি চালিয়ে কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।
উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করেছেন বিজিবি সদস্য নায়েক রবিউল ইসলাম। এ ঘটনায় তিনি বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন বলেও তিনি জানান।
সারাবাংলা/এমও