Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৯:০৭

দিনাজপুর: হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগেও প্রতিকেজি কাঁচা মরিচ হিলি বাজারে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকানগুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। যার প্রভাবে বেড়েছে মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা, আর এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

বিজ্ঞাপন

হিলি বাজারে রোকন নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে কাঁচামালের দাম। বাজারে কয়েকদিন আগে ২৫/৩০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে গেছি, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। আমাদের জন্য চলা খুবই কষ্ট হচ্ছে।’

হিলি বাজারের কাঁচামাল বিক্রেতা মিঠুন হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের উৎপাদনে কিছুটা ব্যহত হয়েছে। যার প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমার কারণে দাম অনেক বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। আজ আমরা বাজারে ৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।’

সারাবাংলা/এমও

কাঁচা মরিচ মরিচের দাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর