Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারে স্বতন্ত্র প্রার্থী তানিয়া আমীর ও নাহিদ যুথি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ২৩:৫৮

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তানিয়া আমীর এবং নাহিদ সুলতানা যুথি। তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি বৈধ ঘোষণা করেছেন। তারা দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে মনোনয়ন চেয়েও পাননি। পরে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

তানিয়া আমীর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সংবিধান প্রণেতা এম. আমীর-উল ইসলামের মেয়ে। আর নাহিদ সুলতানা যুথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। বার নির্বাচনে এই দুই নারী আইনজীবীর অংশগ্রহণের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি বৃহস্পতিবার (৩ মার্চ) আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে।

নির্বাচনে সভাপতি পদে তানিয়া আমীর এবং সম্পাদক পদে নাহিদ সুলতানা ‍যুথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অনীক আর হক সারাবাংলাকে বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি পদে চার জন- তানিয়া আমীর, মমতাজ উদ্দিন ফকির, ইউনুছ আলী আকন্দ ও বদরুদ্দোজা বাদলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথি, মো. আবদুন নূর দুলাল ও রুহুল কুদ্দুস কাজলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সহ-সভাপতি পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, সহ সম্পাদক পদে পাঁচজন এবং কার্যকরী কমিটির সদস্য পদে ১৪ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন সহসম্পাদক ও একজন সদস্য পদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।

আগামী ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হবে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরেও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এবারের বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে সভাপতি ও সম্পাদক পদে দুজন প্রার্থী হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে এবার জামায়াত সমর্থিত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানা গেছে।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমাদান, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ নির্বাচনে সভাপতি পদসহ আটটি পদে জয় পেয়েছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ। আর সম্পাদক পদসহ ছয়টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) প্যানেল জয় পেয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/একে

তানিয়া আমীর নাহিদ যুথি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর