Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটোর সমালোচনা করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২২ ১২:১১

ভলোদমির জেলেনস্কি, ছবি: বিবিসি

ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করার অনুরোধ বাতিল করায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। রাশিয়ার সম্ভব্য হামলা হওয়ার কথা জেনেও পশ্চিমা সামরিক জোটের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। খবর আলজাজিরা।

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘নতুন হামলা ও হতাহতের ঘটনা অনিবার্য জেনেও ন্যাটো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের আকাশ বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞাপন

এর মধ্যে দিয়ে ইউক্রেনের শহরে ও গ্রামে বোম হামলার জন্য সামরিক জোটটির নেতারা সবুজ সংকেত দিল বলেও উল্লেখ করেন ভলোদমির জেলেনস্কি।

চলমান হামলার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদে সরে যাওয়ার জন্য মানবিক করিডোর তৈরি করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান ওলেক্সি ড্যানিলভ।

তিনি বলেন, ‘হামলায় এখন পর্যন্ত ৪৮০ জনের বেশি শিশু নিহত হয়েছে।’ তবে একদিন আগে এই সংখ্যা ২৮ জন ছিল বলে জানিয়েছিল ইউক্রেন।

ইউক্রেনের এক টেলিভিশনে ড্যানিলভ বলেন, ‘শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য মানবতার করিডোর তৈরি করাই এখন এক নম্বর প্রশ্ন।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ ন্যাটো ভলোদমির জেলেনস্কি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর