Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে আমরণ অনশনে রহনপুরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৮:২০

চাঁপাইনবাবগঞ্জ: রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের অবকাঠামো নির্মাণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্যরা।

শনিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে তারা রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে এ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনকারীদের পাশে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হোদা খান রুবেল জানান, রেল বন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ না নেওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে, ১ মার্চ একই দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আমরণ অনশনে যাওয়ার কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। অনশনে ৩০জন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

অনশন কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক মেয়র তারিক আহমদ, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীসহ অন্যরা।

উল্লেখ্য, রহনপুরে রেলবন্দর বাস্তবায়নের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি ১ ঘণ্টার মানববন্ধন, ১ মার্চ বিশাল বিক্ষোভ মিছিল, ৩ মার্চ অবস্থান ধর্মঘট পালন করা হয়।

সারাবাংলা/এমও

আমরণ অনশন পূর্ণাঙ্গ রেল বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর