Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, কলোনির ৮ ঘর ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ২০:৪২

সিলেট: নগরীর আখালিয়া গুয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় কলোনির ৮টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ আগুনের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে গুয়াবাড়ির ওই কলোনিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কলোনির ৮টি ঘরে। এসময় কলোনির বাসিন্দারা দ্রুত বের হয়ে এলেও অসুস্থ ৮০ বছর বয়সী বৃদ্ধা শোভা রানী চন্দ্র বের হতে পারেননি। তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, ভস্মীভূত হয় বাসিন্দাদের ঘরে থাকা মালামাল।

সারাবাংলা/এমও

ফায়ার সার্ভিস বৃদ্ধার মৃত্যু ভস্মীভূত সিলেট

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর