চট্টগ্রামে শিব মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ
৫ মার্চ ২০২২ ২২:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি শিব মন্দিরে অগ্নিকাণ্ড ঘটেছে। মন্দির সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেছেন
শনিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারে শ্মশানেশ্বর শিববাড়ি মন্দিরে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
শিববাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত হোড় সারাবাংলাকে বলেন, ‘আগুনে মন্দিরের প্যান্ডেল এবং বিভিন্ন দেবদেবীর মূর্তির পরিধেয় বস্ত্র পুড়ে গেছে। আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছি। শিববাড়ির জায়গা দখলের চেষ্টা করছে বিভিন্ন চক্র। তারাই মন্দিরে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা। আমরা মামলা করব।’
ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম মাসুম সারাবাংলাকে বলেন, ‘মন্দিরের সঙ্গে লাগোয় বেঙ্গল টাওয়ার নামে একটি আবাসিক ভবন আছে। আমাদের ধারণা, সেই টাওয়ার থেকে কেউ সিগারেট খেয়ে জ্বলন্ত টুকরা মন্দিরের কাপড়ের ওপর ফেলেছে। এতে আগুন ধরে যায়। তবে ওই টাওয়ারের ম্যানেজার নিজেই ফায়ার এক্সটিংগুইসার নিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। কেউ ইচ্ছাকৃত আগুন দিয়েছে বলে আমাদের মনে হয়নি।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা মন্দির পরিদর্শন করি। মন্দির কমিটির যদি কোনো অভিযোগ থাকে লিখিতভাবে দিতে বলেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাতে এই শিববাড়িতে ট্রাকে করে দুর্গাপুজার প্রতিমা নেওয়ার সময় স্থানীয় ফলমন্ডি এলাকা থেকে জাম্বুরা ছুঁড়ে প্রতিমার হাত ভেঙে দেওয়া হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে এসেছিলেন। পুলিশ ফলমন্ডির শ্রমিকসহ তিনজনকে গ্রেফতার করেছিল।
সারাবাংলা/আরডি/এমও