Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিতের দাবিতে চবির মূল ফটকে তালা

চবি করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ২৩:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩৭তম সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিতের দাবিতে মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেছেন শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ছাত্রলীগের একাংশ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ করেন ছাত্রলীগের নেতারা। এ সময় শিক্ষক ও কর্মচারীদের বাস চলাচল বন্ধ থাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সরে যায়।

এ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সারাবাংলাকে বলেন, ‘উপাচার্য আমাদের নেতা আ জ ম নাছির উদ্দীনকে নিয়োগের প্রক্রিয়া অস্বচ্ছতা আছে কি-না তা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করছেন। তিনি (নাছির) আপাতত আন্দোলন স্থগিত রাখতে আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায় আমরা স্থগিত করেছি।

এ বিষয়ে ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে ফের তারা কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এদিকে, সিন্ডিকেট সভায় চবি’র ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হওয়া নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ তথ্য জানান।

সারাবাংলা/সিসি/পিটিএম

চবি তালা মূল ফটক সিন্ডিকেট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর