যুক্তরাষ্ট্রের কাছে ফাইটার জেট ও এয়ার ডিফেন্স চাইল ইউক্রেন
৬ মার্চ ২০২২ ১০:১৬
যুক্তরাষ্ট্রের কাছে ফাইটার জেট এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমাদেশগুলো দেওয়া স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্টগুলো খুবই কাজে লাগছে বলেও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরা।
পোল্যান্ড-ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক সাক্ষাতে এই সহায়তার কথা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় নাগরিকদের সঙ্গে দেখা করেন ব্লিঙ্কেন। গতকাল শনিবার (৫ মার্চ) রুশ-ইউক্রেন যুদ্ধের ১০ দিনের মাথায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
এ বিষয়ে দিমিত্রো কুলেবা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র সহায়তা করা এবং নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেওয়া। কিয়েভ শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে তার যুদ্ধে জয়ী হবে। তবে এর জন্য সকল সমর্থক দেশগুলোকে শিগগিরই সংঘাত শেষ করতে আরও সহায়তা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের বিশেষ করে ফাইটার জেট এবং এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন। পশ্চিমা দেশগুলোর দেওয়া স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট অনেক সাহায্য করছে। গতকাল শনিবার তিনটি রুশ বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের বাহিনী।’
কুলেবা আরও বলেন, ‘আমাদের আকাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় এয়ার-ডিফেন্স সিস্টেম দরকার। আমরা যদি আকাশ হারাই, তবে মাটিতে আরও অনেক রক্ত ঝড়বে।’
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘পুরো বিশ্ব আজ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, ঠিক যেমন আমি এখানে আমার বন্ধু, সহকর্মী ও ইউক্রেনে পাশে দাঁড়িয়ে আছি।’
সারাবাংলা/এনএস
অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেন দিমিত্রো কুলেবা মার্কিন যুক্তরাষ্ট্র