Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১৭:২০

মোংলা: মোংলায় ভারতীয় এক নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তার নাম অরবিন্দ কুমার শ্রীবাস্ত (৪১)। রোববার (৬ মার্চ) দুপুরে দিগরাজের নাসির উদ্দিন হাওলাদের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার পুলিশ।

অরবিন্দ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগে সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার চাকরির পিপি নাম্বার আর-২২৫৪২০৬।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রোববার (৬ মার্চ) দুপুরে খবর পেয়ে ভারতের নাগরিক অরবিন্দ কুমারের লাশ উদ্ধার করা হয়। তিনি ভাড়া বাসার রান্না ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন।

ওসি আরও জানান, দিগরাজের নাসির উদ্দিনের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। পরিবারের কোনো সদস্য তার সঙ্গে থাকতেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

আত্মহত্যা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতীয় নাগরিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর