Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজতন্ত্র প্রতিষ্ঠার চক্রান্ত করছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১৮:১১

ঢাকা: সরকার দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এ সমাবেশ আয়োজন করে।

এতে ঢাকা উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা গভীর চক্রান্ত চলছে। সেই চক্রান্ত হচ্ছে দেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা (আওয়ামী লীগ সরকার) একটা রাজতন্ত্র চালাবে। সেই তথাকথিত মুজিববাদ তারা চালু করবে। আমাদের কথা খুব পরিষ্কার। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটা মুক্ত সমাজের জন্য। সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আবার সব মানুষকে ওই ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরও একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে মুক্ত করতে হবে, জনগণকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুধুমাত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের এই যুদ্ধ অধিকার ফিরে পাওয়ার জন্য, এই যুদ্ধ বাংলাদেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই।’

‘কিন্তু তারা (আওয়ামী লীগ) কখনোই ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পক্ষে নয়। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কেন? তারা জানে যে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা কখনো নির্বাচিত হতে পারবে না’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে একটাই মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে- আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। আজকে তারা এই দুর্নীতি ফুলে-ফেপে উঠেছে। সয়াবিনের তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে অন্তরের কথা- আমরা আর পারছি না, আমাদের পক্ষে আর জীবন-যাপন করা সম্ভব হচ্ছে না। চাল-ডাল-তেল-লবণ এই সমস্ত পণ্যের পাশাপাশি ফের বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে।’

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশে যা কিছু কল্যাণকর, যা কিছু মহৎ, যা কিছু সৃজনশীল কাজ হয়েছে সব কিছু এই ছাত্ররা করেছে। এখানে ছাত্র নেতারা উপস্থিত হয়েছেন। আজকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদ আওয়ামী সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করি।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান, ছাত্রদল নেতা কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ছাত্রদল টপ নিউজ মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর