নিরাপত্তা ঝুঁকি নেই, সতর্ক ও প্রস্তুত আছি: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ এপ্রিল ২০১৮ ২০:২০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নতুন বছর উদযাপনে দেশবাসীর কোন নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোন পরিস্থিতির জন্য আমরা সব সময় সতর্ক অবস্থানে প্রস্তুত রয়েছি।
শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন জানিয়িছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
পহেলা বৈশাখ উদযাপনকে সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে চাই। তাই সারাদেশে উৎসবটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু পহেলা বৈশাখ ও শব-ই-মিরাজ একই দিনে, তাই সকলের ধর্মীয় অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। পহেলা বৈশাখের পাশাপাশি শব-ই-মিরাজ উপলক্ষেও নিরাপত্তা জোরদার রাখা হবে।
প্রতিবারের মত বিকেল ৫ টার পর উন্মুক্ত স্থানে কেউ কোন অনুষ্ঠান করতে পারবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, এবারও মঙ্গল শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। পুরো মঙ্গলশোভা যাত্রাটি ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় থাকবে।
সারাবাংলা/এসআর/এমআইএস