ভাঙারির দোকানে গ্যাসের আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
৭ মার্চ ২০২২ ০০:১৬
ঢাকা: রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া বউ বাজারে ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ পাঁচ জনের মধ্যে হেলাল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেলালের শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ বাকি চার জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের (৬০) ৭৪ শতাংশ, নূর নবীর (৫১) ৪২ শতাংশ এবং ইউসুফের (৪৯) শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
ভাঙারি দোকানের মালিকের ছেলে মো. রাসেল জানান, হেলালের বাড়ি কুষ্টিয়া জেলায়। লেবার হিসেবে তাদের দোকানে সে কাজ করতো। গত ২ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে এই ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিল। তখন সেখানে পুরাতন একটি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালিকসহ চার শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃত হেলাল শেখের ভাগ্নে আব্দুল মান্নান বলেন, তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়। তার মামা হেলাল কারওয়ানবাজার এলাকায় থাকে। সে লেবারের কাজ করতো।
ঘটনার পরদিন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল-ফারূক জানান, ওইদিন রাত ১টা ৪২ মিনিটে বউবাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারির টিনসেড দোকানে আগুন লাগে। সেই আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নির্বাপণ করে। পুরাতন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম