Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া-চীন বাণিজ্য বেড়েছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২২ ১৯:৫৪

রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বছরের প্রথম দুই মাসে ৪০ শতাংশ বেড়েছে। সোমবার (৭ মার্চ) চীনের কাস্টমস এডমিনিস্ট্রেশনের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দেশের বাণিজ্য ২৬.৪৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে—যা গত বছরের । এসময় চীনে রাশিয়ার রফতানি বেড়েছে ৩৫.৮ শতাংশ বেড়ে ১৩.৮ বিলিয়নে উন্নীত হয়েছে। একই সময়ে রাশিয়ায় চীনের রফতানি হয়েছে ১২.৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা, প্রবৃদ্ধি ৪১.৫ শতাংশ।

গত বছর রাশিয়া-চীনের বাণিজ্যে রেকর্ড উল্লম্ফন ঘটে। ২০২১ সালে দুই দেশ একে অন্যের সঙ্গে ১৪৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করে— যা ২০২০ সালের চেয়ে ৩৫.৮ শতাংশ বেশি।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর