Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমতলীতে পিকআপ ট্রাকের চাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ১৮:৫৫

বরগুনা: মির্জাগঞ্জ দরবারে যাওয়া হলো না মা ও ছেলের। পিকআপ ট্রাকের চাপায় মা নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকির (১৬) লাশ হয়ে ফিরলেন বাড়িতে। পুলিশ পিকআপ চালক মো. নুর আলমকে (৩৩) আটক ও পিকআপ জব্দ করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের পশ্চিম চুনাখালী এলাকায় সোমবার (৭ মার্চ) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারে যাচ্ছিলে। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৯০৬৩) একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে পথচারী মা নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিবকে চাপা দেয়। পিকআপের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পিকআপ চালক মো. নুর আলম পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক এবং পিকআপটি জব্দ করেছে।ঘাতক পিকআপ চালকের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চালক মো. নুর আলমকে গ্রেফতার এবং পিকআপ জব্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

আমতলী পিকআপ ট্রাক বরগুনা মা- ছেলে নিহত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর