Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ কেজি ওজনের ভোল মাছ ৪ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২০:২০

মোংলা: বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে সামুদ্রিক ভোল মাছ। গতকাল রোববার (৬ মার্চ) দুপুরে ২৫ কেজি ওজনের ধরা পড়া এই মাছটি সম্রাট নামে খুলনার এক ব্যবসায়ী নিলামে সর্বোচ্চ দর চার লাখ ৮০ হাজার টাকায় কিনে নেয়। যার প্রতি কেজির মূল্য পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।

এর আগে গত বুধবার (২ মার্চ) ৩২ কেজি ওজনের আরেকটি ভোল মাছ ধরা পড়েছিল। সেটিও নিলামে সর্বচ্চ দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

সোমবার (৭ মার্চ) পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, চলতি শুঁটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে সামুদ্রিক এই ভোল মাছ ধরা পড়ছে। এখন পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়েছে এবং তা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। এ মাছ অনেক মূল্যবান ও সুস্বাদু।

দুবলা ফিশার ম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘চলতি শুঁটকি মৌসুমের শেষ দিকে এসে আমাদের জেলেদের জালে বেশ কয়েকটি দামি মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।’

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরের দুবলার চরে এবার ১৩টি জেলে পল্লীতে প্রায় ৩০ হাজার জেলেদের শুঁটকি প্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া হয়। তবে কিছু সামুদ্রিক মাছ আহরণে জেলেদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে ভোল মাছ নেই।

সারাবাংলা/এমও

দুবলার চর ভোল মাছ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর