Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২১:৪৭

বগুড়া: মৎস্য ব্যবসায়ী সেকেন্দার আলী হত্যা ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত সেকেন্দার আলী ছেলে মিজানুর রহমান বাদী রোববার রাতে কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সোমবার (৭ মার্চ) ভোর রাতে কাহালুর জয়তুল গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে।

গত বুধবার এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয় জয়তুল গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি, মৎস্য ব্যবসায়ী মো. সেকেন্দার আলী(৫৫)। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে শনিবার সকালে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৯ জনের নামে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন।

মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা: ৬ বাড়ি-দোকানে গ্রামবাসীর আগুন

 

পুলিশ সোমবার ভোরে জয়তুল গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে ২ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার জয়তুল গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে সামসুল আরেফিন পুটু (৪৮) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে ফেরদৌস হোসেন (৫২)।

এর আগে, সেকেন্দার আলীর মৃত্যুর খবর জয়তুল গ্রামে পৌঁছালে সকাল ১০টার দিকে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এমও

২ আসামি গ্রেফতার বগুড়া মৎস্য ব্যবসায়ী মামলা

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর