Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২৩:৩১

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা।

সোমবার (৭ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে কমিটির সদস্য বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাঙালি জাতির মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ঐতিহাসিক ৭  মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান) থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তারপর মুক্তিকামী বাঙালি স্বাধীনতা যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/টিআর

৭ মার্চ প্রধান বিচারপতির শ্রদ্ধা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর