Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের সংযোগ দেওয়ার সময় লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ০৩:৩২

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় গ্যাসের সংযোগ দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসার পাঁচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫) এবং জেএমআই কোম্পানির কর্মচারী মো. শাকিব (২৬) ও মো. জসিম (৪০)।

দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যার দিকে জেএমআই কোম্পানির লোকজন বাসার নিচ তলা থেকে পাঁচ তলায় গ্যাসের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। সংযোগ দেওয়ার পর অটো চুলা চালু করলে সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে আমার স্ত্রী মনিরা বেগম দগ্ধ হয়েছে। জেএমআই কোম্পানির দুই কর্মচারীও দগ্ধ হন।

আনোয়ার হোসেন আরও জানান, সংযোগ দেওয়ার সময় সম্ভবত লিকেজ ছিল। সে কারণেই চুলা চালু করতেই আগুন লাগে। ঘরে ছড়িয়ে পড়া আগুনে কিছু আসবাবপত্রও পুড়ে গেছে। পড়ে দগ্ধ তিন জনকে দ্রুত বার্ন ইনস্টটিউটে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণখান থেকে আগুনে দগ্ধ তিন জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মনিরা ও শাকিবের শরীরের ২২ শতাংশ করে দগ্ধ হয়েছে। জসিমের শরীর দগ্ধ হয়েছে ২৬ শতাংশ। তিন জনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

আগুনে দগ্ধ ৩ গ্যাসের লিকেজ গ্যাসের সংযোগ বার্ন ইনস্টিটিউট লিকেজ থেকে আগুন