Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে এইচআর অ্যাপ ‘ডিজিগো’

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২২ ২১:১১

এইচআর সফটওয়্যার ‘ডিজিগো’র ব্যবহারকারীরা বিকাশের ডিজিটাল পে-রোল সেবার মাধ্যমে তাদের কর্মীদের বেতন দেবেন। সম্প্রতি, ডিজিগো’র উদ্যোক্তা প্রতিষ্ঠান এসবিজনেসের সঙ্গে বিকাশের এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাশের প্রধান কার্যালয়ে চুক্তি সই করেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ টি এম মাহবুব আলম, সেবা প্ল্যাটফর্মের অঙ্গপ্রতিষ্ঠান এসবিজনেসের ভাইস প্রেসিডেন্ট ইসা আবরারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিগো একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাপ যা যেকোনো কোম্পানির এইচআর সংক্রান্ত সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে দেশের এইচআর খাতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে।

বিকাশ বলছে, তাদের পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়ার সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে দেশের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

সারাবাংলা/টিআর

ডিজিগো পে-রোল সল্যুশন বিকাশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর