কোর অব সিগন্যালের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাপ্রধানের অভিষেক
৮ মার্চ ২০২২ ১২:২৪
যশোর: সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের ১০ম কর্নেল কমান্ড্যাট হিসেবে অভিষিক্ত হন।
অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের সিনিয়র অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমন্ডিত কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আধুনিক কোর অব সিগন্যালের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রম গতিশীল করতে হবে।’ পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সব সদস্যদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। তিনি এই ইউনিটের মর্যাদা রক্ষা ও আগামী বিশ্বে প্রযুক্তিগত উন্নয়নে সচেষ্ট থেকে এগিয়ে যাওয়ার জন্যে সদস্যদের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি এই কোর গঠন থেকে বতর্মান পর্যন্ত বিভিন্ন দিক, সরকারের নেওয়া ব্যবস্থা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।
সারাবাংলা/এমও
অভিষেক কোর অব সিগন্যাল টপ নিউজ সেনাপ্রধান সেনাপ্রধানের অভিষেক