মৃত্যু, সংক্রমণ, শনাক্তের হার— সবই বেড়েছে ২৪ ঘণ্টায়
৮ মার্চ ২০২২ ১৭:১৪
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। পাশাপাশি বেড়েছে নতুন সংক্রমণ এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও।
আগের দিনের করোনার সংক্রমণ নিয়ে চার জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সাত-এ। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪৬ জনের শরীরে, যা আগের দিন ছিল ৪৩৬ জন। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ।
মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৯টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬২টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৬৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩৬ হাজার ১৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৫ লাখ ৩০ হাজার ৮৯৫টি।
সংক্রমণ ও শনাক্তের হার বেড়েছে
আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৪৩৬ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৬ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তর হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।
কমেছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান চার জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাত জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ৯৬ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে সাত জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ, বাকি দু’জন নারী। এদের মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং এক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যু শুধু ঢাকা ও সিলেট বিভাগে
গত ২৪ ঘণ্টায় যে সাত জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে ছয় জনই ঢাকা বিভাগের, বাকি এক জন সিলেট বিভাগের। এর বাইরে গত ২৪ ঘণ্টায় দেশের অন্য ছয় বিভাগে কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে যে সাত জন মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ তিন জনের বয়স ৭১ থেকে ৮০ বছর। এছাড়া দুই জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, আর ৩১ থেকে ৪০ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে এক জন করে রয়েছে।
সারাবাংলা/পিটিএম