Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে অপহরণ করে ধর্ষণ, ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৬:৫৮ | আপডেট: ৮ মার্চ ২০২২ ১৭:০৬

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে এক শিশুকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন আদালত-১ এই রায় ঘোষণা করেন। মামলার আরেক আসামিকে আদালত খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া বাউসী গ্রামের সেলিম মিয়ার শিশুকন্যা সিনথী আক্তারকে একই গ্রামের সায়দারের পুত্র মাজেদুল ইসলাম কালটু ২০১৭ সালেল ৩১ আগস্ট অপহরণ করে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মরদেহ বাড়ির পাশের পুকুরের কচুরিপানার ভেতর লুকিয়ে রাখে।

অনেক খোঁজাখুঁজির পর সেখান থেকে শিশু সিনথীর মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর শাহীন গুলসান নাহার মুনমুন বলেন, দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্টি জানিয়েছে।

সারাবাংলা/টিআর

ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড ধর্ষণ মামলা শিশুকে অপহরণ করে ধর্ষণ