কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। পাঁচ নম্বর ক্যাম্পের বি ব্লকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে শরণার্থীদের জন্য ত্রাণসংস্থাগুলোর বানানো ৩০০ ঝুপড়ি ঘর।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪ টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন, পুলিশসহ স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু মারা গেছে।
তবে, মৃত শিশুর পরিচয় নিশ্চত করতে পারেননি ওই কর্মকর্তা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও দুইটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, চলতি বছরে পরপর তিন বার কুতুপালং ক্যাম্পে আগুনের ঘটনা ঘটল।