Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিওআইপি ব্যবসা: একজনের কাছেই ৩ হাজার সিম

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৯:৩৭

নাছির উদ্দিন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর থেকে প্রায় তিন হাজার মোবাইল সিম এবং অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ সিমের প্রায় সবই রাষ্ট্রায়ত্ত টেলিটকের। প্রযুক্তিগত ত্রুটির কারণে টেলিটকের সিম ব্যবহার করে ভিওআইপির মাধ্যমে অবৈধ আন্তর্জাতিক কলে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। আর রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

সোমবার (৭ মার্চ) রাতে নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে ইসমাম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অবৈধ ভিওআইপি কারবারের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাব ও বিটিআরসি। অভিযানের শুরুতেই ভিওআইপি ব্যবসা পরিচালনাকারী নাছির উদ্দিনকে (৪৩) গ্রেফতার করে র‌্যাব। নাছিরের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

বিজ্ঞাপন

অভিযানে ওই ফ্ল্যাট থেকে ২ হাজার ৮৩০টি টেলিটকের সিম, ১৬৫টি এয়ারটেলের সিম, ৩টি রাউটার, একটি ল্যাপটপ, চারটি মোবাইল, ৬টি অ্যান্টেনাসহ ভিওআইপি মেশিনসহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের দাম প্রায় ৮২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

জব্দকৃত সিম ও ডিভাইস, ছবি: সারাবাংলা

জব্দকৃত সিম ও ডিভাইস, ছবি: সারাবাংলা

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানিয়েছেন, ৩টি রাউটারে প্রায় তিন হাজার সিম স্থাপন করে অবৈধ ভিওআইপি কলে ব্যবহার করা হচ্ছিল। এর মাধ্যমে প্রতিদিন অন্তত ৩৫ হাজার মিনিট ভিওআইপি কল হিসাবে ব্যবহার করেছে নাছির।

র‌্যাবের তথ্যমতে, দেশে বর্তমানে বৈধপথে আন্তর্জাতিক কল আসছে প্রতিদিন প্রায় প্রায় দুই কোটি মিনিট। এর মধ্যে ৬০ থেকে ৭০ লাখ মিনিট কল আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএলের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) দিয়ে। আর বাকি কলগুলো আসছে বেসরকারি আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) মাধ্যমে। প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি মিনিট কল অবৈধ ভিওআইপি পথে আসছে।

বিজ্ঞাপন

বিটিআরসি’র চট্টগ্রামের সহকারী পরিচালক কাকলী দে সনি সাংবাদিকদের জানিয়েছেন, দেশে চালু থাকা বেসরকারি অপারেটরের সিম যদি ভিওআইপিতে ব্যবহার হয়, সেগুলো শনাক্তের একদিনের মধ্যেই ব্লক করে দেওয়া যায়। কিন্তু টেলিটকের সিম ব্লক করতে সময় লাগে এক সপ্তাহ থেকে ২০ দিন। এই সুযোগকে কাজে লাগাতে জালিয়াতির মাধ্যমে সিম সংগ্রহ করে ভিওআইপির কারবারিরা।

র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানিয়েছেন, গ্রেফতার নাছির ২০১৬ সাল থেকে অবৈধ ভিওআইপির ব্যবসা করে আসছে। এর আগেও দুইবার র‌্যাবের অভিযানে নাছির গ্রেফতার হয়। নাছিরের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানায় মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/এনএস

৩ হাজার সিম চট্টগ্রাম ভিওআইপি ব্যবসা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর