Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর প্রতি বৈষম্য নিরসনে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ২২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ রুল জারির বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্পত্তির উত্তরাধিকারসহ সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কোন কোন ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য নিরসনকল্পে এই রুল জারি করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, ‘লিখিত আদেশ প্রকাশ হওয়ার পর এই বিষয়গুলো বিস্তারিতভাবে বলা যাবে।’

এর আগে, এদিন সকালে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এ অগ্রাধিকার দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

নারীর প্রতি বৈষম্য রুল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর