Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হেফাজতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ১৭:৩২

ঢাকা: রাজধানীর পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনি (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি পুলিশের সোর্স রাসেল ইসলামের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর আদালত গত মঙ্গলবার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (৯ মার্চ) আদালত সংশ্লিষ্ট জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে। মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এস এম তারেক আজিজ সংশ্লিষ্ট থানায় দায়ের করা মাদক মামলায় গত ৮ মার্চ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৬ মার্চ দুপুরে রাজধানীর লালবাগ এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামির দেহ তল্লাশি করে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জানা যায়, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা অভিযোগের মামলায় সংশ্লিষ্ট থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া পুলিশের সোর্স সুমন ও রাশেদকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/এআই/এসএসএ

সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর