পোল্যান্ডে কমলা হ্যারিস
১০ মার্চ ২০২২ ১২:৪৩ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১৬:১৮
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে সেখানে যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার।
এর আগে, রুশ হামলা মোকাবিলায় পোল্যান্ড থেকে যুদ্ধবিমান চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে রাজি ছিল পোল্যান্ড সরকারও। কিন্তু, এই ইস্যু নিয়ে মতবিরোধ তৈরি হয় ন্যাটোভুক্ত দুই দেশ পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটো জোটের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে সংকট বেড়ে যাওয়ার উচ্চঝুঁকি রয়েছে।
মতবিরোধের মধ্যেই বুধবার (৯ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারসে পৌঁছেছেন কমলা। তিন দিনের সফরে পোল্যান্ড থেকে তার রোমানিয়ায় যাওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/একেএম